1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে রুহুল আমিন গাজী ছিলেন অগ্রসৈনিক - Bhorersylhet24
শিরোনাম :
২০২৫ সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে, জুনের শেষে এইচএসসি ওসমানীনগরে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সাংবিধানিক শূন্যতা তৈরির সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার,প্রত্যাশা ইইউয়ের মেগা প্রকল্প পাশ করে মেগা দুর্নীতি করেছে আওয়ামী লীগ-কয়ছর এম আহমদ আগামীর বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-হেলাল খান জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগ নেতাদের রোষানলে পড়ে মিথ্যা ধর্ষণ মামলার আসামি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবি পাথর কোয়ারি সচলের দাবিতে জাফলংয়ে মানববন্ধন

বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে রুহুল আমিন গাজী ছিলেন অগ্রসৈনিক

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক: কিংবদন্তি সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী স্মরণে সিলেটে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় সিলেট প্রেসক্লাবের কনফারেন্স হলে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজে এই শোক সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, মরহুম রুহুল আমিন গাজী ছিলেন একজন আপোষহীন সাংবাদিক নেতা। তিনি সুদীর্ঘ চার দশক সাংবাদিকদের কল্যাণে কাজ করে গেছেন। কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি। মানবিক, শোষনহীন ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার সকল আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক।

স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও দৈনিক সিলেটের ডাক এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এসএমইউজ’র সাধারণ সম্পাদক খালেদ আহমদ ও সহ সাধারণ সম্পাদক এমএ মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, বিএনপি সিলেট বিভাগ এর সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম আরো বলেন, মরহুম এম সাইফুর রহমানের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বিগত ফ্যাসিস্ট সরকার অনিয়ম, দুর্নীতিতে নিমজ্জিত করে। ফ্যাসিস্টদের দোসররা নানা ষড়যন্ত্র করে শিক্ষার পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের অন্যায় অবিচারের প্রতিবাদ করে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। অসুস্থ শরীর নিয়ে মিথ্যা মামলায় জেল খাটতে গিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। যার ফলে তার শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি এবং অকালেই তাকে পরপারে চলে যেতে হয়েছে।

প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, রুহুল আমিন গাজী বিগত ৪ আগস্টেও জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী সংগঠনের সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি অসুস্থ শরীর নিয়ে জালিম সরকারের বুলেট বোমার বিরুদ্ধে নির্ভিক সৈনিক হিসেবে ছিলেন সামনের সারিতে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান ভুলা যাবে না। যে ত্যাগের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিস্ট শক্তি দূর হয়েছে তার সুফল ভোগ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, রুহুল আমিন গাজী মহান স্বাধীনতা যুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের ছিলেন অগ্রসৈনিক। পরিবেশ পরিস্থিতি মোকাবেলায় তিনি ছিলেন দক্ষ। তার মতো সুযোগ্য নেতৃত্ব সাংবাদিক সমাজ তথা গোটা জাতির জন্য বড়ই প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নয়াদিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, এসএমইউজ’র সদস্য এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন ও রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, শাবি’র বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসএমইউজ’র সভাপতি বদরুদ্দোজা বদর এবং কোরআন তেলাওয়াত করেন এসএমইউজ’র সদস মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির ভারপ্রাপ্ত রেজিষ্টার সৈয়দ সলিম মো: আব্দুল কাদির, শাবিপ্রবির প্রফেসর ড. রেজওয়ান আহমদ শাওন, প্রফেসর ড. ইফতেখার আহমদ, প্রফেসর ড. মো. শাহাবুল হক, প্রফেসর মো. বেলাল হোসেন শিকদার, অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. মো. আতাউর রহমান, ড. শামীম আহমদ তালুকদার, ডা. জামিল আহমদ(এ্যাব), দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেটের ব্যুরো প্রধান সেলিম আউয়াল, এডভোকেট তাজউদ্দিন, আরটিভির ব্যুরো প্রধান কামকারুজ্জামান রুনু, এটিএননিউজের সিলেটের ব্যুরো প্রধান শাহ মুজিবুর রহমান জকন, এনটিভির সিলেট প্রতিনিধি সজল ছত্রী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফয়সাল আমীন, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ মেহেদী, নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, কালের কণ্ঠ’র সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, নুর আহমদ, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আনিস রহমান, সিলেট প্রেসক্লাবে ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, প্রতিদিনের বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার আবুল কালাম কাওছার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আরটিভির সিলেট প্রতিনিধি হাসান মোহাম্মদ শামীম, নয়া দিগন্তের সুনামগঞ্জ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক জুলফিকার তাজুল, জুনেদ আহমদ চৌধুরী, ইফতেখার মো: নাবিল, শহিদুল ইসলাম, বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সম্বনয়ক গোলাম মর্তুজা সেলিম প্রমুখ।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *