ফেনী প্রতিনিধি : ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ ফেনী জেলা কমান্ড কাউন্সিলের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ২৩ শে ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্মদের উপর অতর্কিত পুলিশের অনাকাঙ্ক্ষিত বর্বরোচিত জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তির দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন, সন্তান সংসদের আহবায়ক মো. মফিজ উদ্দিন (মুন্না) যুগ্ন আহবায়ক এডভোকেট শৈবাল দত্তের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ মহসিন। আরো বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক রাবেয়া বেগম, ছাগলনাইয়া উপজেলার আহবায়ক কাজী কামাল উদ্দিন,সোনাগাজী উপজেলার আহবায়ক মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক আকবর হোসেন রিগ্যান, দাগনভূঞা উপজেলার আহবায়ক মান্নান পারবেজ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম সোহেল।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তান আতিকুর রহমান সোহাগ, চান মিয়া, একরামুল হক, ইমামুল করিম সাদ্দাম, বোরহান উদ্দিন, মোসলেহ উদ্দিন, ফারুক, মমিন ভূঁইয়া, তাজুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, নিজাম উদ্দিন, আলমগীর, ফজল হক, শহিদুল্লাহ, মোতাহের হোসেন, দেলোয়ার, পারুল বেগম, কুদ্দুস, সাইফুল, ফারিয়া আক্তার. নাজমা আক্তার, শহিদুল আলম, আব্দুল মান্নান পারভেজ, কামরুল জামান মিরন, জহির হোসেন রুবেল, মো: করম আলী, এনায়েত উল্যাহ, রফিকুল ইসলাম।
Leave a Reply