গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের উদ্যোগে ছয়দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বেলা ১১টার দিকে জয়দেবপুর জংশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে ঢাকার কমলাপুরগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট মানববন্ধনের কারণে থেমে থাকে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি পেশ করে এক আলোচনা সভায় মিলিত হয় প্রকৌশল কর্মচারীরা। এতে রেলওয়ে প্রকৌশল বিভাগের সারাদেশের প্রায় কয়েকশ কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তাদের তুলে ধরা দাবিগুলো হলো, প্রকৌশল বিভাগের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে সরকারিবিধি মোতাবেক ঝুঁকিভাতা প্রদান করা, সাপ্তাহিক দুই দিনের ছুটি প্রদান নিশ্চিত অন্যথায় ছুটির দিনে অতিরিক্ত ডিউটির চার্জ প্রদান, প্রতিদিন দুপুরের খাবার এবং জোহরের নামাজ বিরতি এক ঘণ্টাসহ আট ঘণ্টা ডিউটি করার নিদের্শনা জারি, ইমারজেন্সি কাজের ক্ষেত্রে ওভারটাইম দেওয়া, বিধি মোতাবেক পদোন্নতি এবং উচ্চতর গ্রেড প্রদান নিয়মিতভাবে সুনিশ্চিত করার নিদের্শনা জারি।
মানববন্ধন শেষে আলোচনা সভায় গাজীপুর রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঈশ^রদীর সভাপতি মো. নাছির উদ্দিন, খুলনার মো. লোকমান হোসেন, রাজশাহীর মো. সেন্টু, সান্তাহারের মো. আতিকুর রহমান, যশোরের আব্দুস সামাদ, চুয়াডাঙ্গার ইলিয়াস হাওলাদার, বামনডাঙ্গার জেলাল মিয়া, জয়দেবপুরের শহিদ হাসান, গুলজার হোসেন প্রমুখ।
Leave a Reply