1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা বিকল্প নেই : মুহিত চৌধুরী - Bhorersylhet24

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা বিকল্প নেই : মুহিত চৌধুরী

রিপোর্টার নাম
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ১৫৩ বার ভিউ

নিজস্ব প্রতিবেদক : সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে মাদকের কলো থাবা থেকে বাঁচাতে তাদেকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে সুশৃঙ্খল জীবনযাপনে উৎসাহিত করে।

শনিবার রাতে (৬ মার্চ) নগরীর শাহী ঈদগায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মস্তাক আহমদ পলাশ কাপ ফুটসালের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরো বলেন, যুব সমাজকে খেলাধুলার দিকে মনোযোগি রাখতে এ ধরনের টুর্নামেন্ট আরো বেশি করে আয়োজন করা প্রয়োজন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ভাই ব্রাদার একাদশ ট্রাইবেকারে রওশন একাদশকে বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে।খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হোন সিলেট অনলাইন প্রেসক্লাবে সভাপতি মুহিত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ। সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক কে এ রহিম সাবলু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সাংবাদিক মাহমুদ খান,সাবেক ছাত্রনেতা সায়েম আহমেদ, সাজু ইবনে হান্নান খান, এম নিজাম উদ্দিন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কিবরিয়া আহমদ,হিমেল আহমদ, এম এইচ আকাশ, আবু তাহের খান, নাহিয়ান চৌধুরী রকি, জুনায়েদ আহমদ, কবির আহমদ, ইশতিয়াক আহমদ ইমন,সুমের রাজা চৌধুরী, অভি,রানা,পলিন,আবির প্রমুখ।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *