নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলমান কঠোর লকডাউনে সিলেটে পুলিশের অঠোর অবস্থান অব্যাহত রয়েছে। রোববার লকডাউনের ৪র্থ দিনে নির্দেশনা অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ৭৫টি, প্রাইভেট কার ৮টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৪৬টি, মোটরসাইকেল ১২৭টি, প্রাইভেট কার ১৩টি, অন্যান্য ৩৭টি সহ মোট ২২৩ টি যানবাহন আটক করে পুলিশ। পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply