নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকারের সময়ে সন্ত্রাসীদের অস্ত্ররের মহড়ায় মানুষ ছিলো আতঙ্কিত। দীর্ঘ ১৭ বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে, যার ফিরিস্তি দিয়ে শেষ করা যাবেনা। এই জালেম সরকারকে হঠাতে গিয়ে গত জুলাই- আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারো প্রাণ ঝরেছে এ দেশের মাটিতে। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এতসব আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বিজয় কোনো লুটেরা ও দুর্বৃত্তদের কাছে ম্লান হতে দিবো না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। দেশে শৃঙ্খলা অশান্তি ফিরিয়ে আন্তে কাজ করি।’
গতকাল শনিবার রাতে সিলেট নগরীর ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. চান মিয়ার সভাপতিত্বে, মহানগর স্বেচ্ছা সেবকদলের সদস্য শফিকুর রহমান ও মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলামের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু মিয়া, আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দের মধ্যে মোঃ ইউনুস আলী, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, আবুল কাহের, তৈমুর রাজা, সাব্বির হুসাইন জামিল, মো. শিব্বির মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির হোসেন মহিন, প্রফেসর আব্দুস শহীদ, সূর্যমুখী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সুজন, ওয়ার্ড যুবদল নেতা রাজন, আহমদ সাদ্দাম, হেলাল আহমদ, শামীম আহমদ, মেহদী, জুয়েল, লায়েক, রুবেল, ছাত্রদল নেতা রুবেল আহমদ, মুর্শেদ, রুমন, রায়হান, মনির, শুয়েব, তামিম, মাহদী, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম, শহিদ খান, মো. সাইদুর রহমান মামুন প্রমুখ।
Leave a Reply