আয়ান বিন সুহান,লন্ডন থেকে : লন্ডনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইকন কলেজ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশের স্বাধীনতা দিবস।২৬ শে মার্চ কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ নূরুন নবীর সভাপতিত্বে এক আলোচনা সভা কলেজের মিলনয়াতনে অনুষ্ঠিত হয়।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে সভার কর্যক্রম শুরু হয়। সভায় বিভিন্ন দেশীয় বিপুল সংখ্যক ছাত্র/ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা ও কলেজের স্টাফরা উপস্থিত ছিলেন।সভায় বক্তব্য রাখেন কলেজে উপাধ্যক্ষ প্রফেসর রেজা জোয়াদাত, ব্যবস্থাপনা পরিচালক আজিজ রহমান, আই টি ম্যানেজার মাজিবর রহমান, ডি ই টি বিভাগীয় প্রধান ডঃ সোনিয়া খাঁন ও সিনিয়ার প্রভাষক এনায়েত সারোয়ার।
কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা’ আবৃত্তি করেন কলেজের ছাত্র মোরশেদ উদ্দীন আহমেদ। সভায় বাংলাদেশের গণহত্যার উপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বক্তারা স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস এবং যুদ্ধের সময়ের অভিজ্ঞতা বর্ণণা করেন।
কলেজের অধ্যক্ষ তাঁর বক্তৃতায় স্বাধীনতা যুদ্ধ সময়কালের নিজস্ব অভিজ্ঞতা বর্ণণা করেন। বিভিন্ন দেশীয় ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, আমরা অতীতে রোমানিয়া ও নাইজেরিয়ার স্বাধীনতা দিবস উদযাপন করেছি এবং ভবিষ্যতেও করবো। আলোচনা শেষ হওয়ার পর অধ্যক্ষ সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply