1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
মেয়েকে নিয়ে বই লিখলেন মিথিলা - Bhorersylhet24

মেয়েকে নিয়ে বই লিখলেন মিথিলা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৫৩ বার ভিউ

ভোরের সিলেট অনলাইন :  ভ্রমণ বিষয়ক বই লিখলেন রাফিয়াত রশীদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ঘুরে বেড়ানোর নানা ঘটনা নিয়ে তিনি এই বইটি লিখেছেন। বইয়ের নাম আইরা আর মায়ের অভিযান। সিরিজ আকারে বইটি লিখবেন তিনি। সেই সিরিজেরই প্রথম গল্প তানজানিয়ার দ্বীপে এবারের বইমেলায় প্রকাশিত হবে। প্রকাশ করবে লাইট অব হোপ নামে একটি সংস্থা।বইটি নিয়ে মিথিলা বলেন, “আমার আর আইরার একসাথে ঘুরে বেড়ানোর অভ্যাস আইরার ছোটবেলা থেকেই। কাজের সূত্র ধরে আইরাকে নিয়ে উগান্ডা, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে গেছি। দুজন মিলে তানজানিয়ায়র একটি দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প উঠে এসেছে এবারের বইটিতে।”
তিনি আরো বলেন, “এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার আর আইরার তো অনেক মজার মজার অভিজ্ঞতা। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও একই জার্নিটার ভেতর দিয়ে যেতে পারে। বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র। আমি শিওর বইটা যখন মেলায় প্রকাশিত হবে সব বাবা-মা এবং বাচ্চারা কানেক্ট করতে পারবে।”

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *