1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
কাজ করার চেষ্টা করছি বেশি - নুসরাত ফারিয়া - Bhorersylhet24

কাজ করার চেষ্টা করছি বেশি – নুসরাত ফারিয়া

রিপোর্টার নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ২৬৪ বার ভিউ

বিনোদন প্রতিবেদক :  চলতি সময়ের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। দেশের গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলার দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন। গল্প ও চরিত্র নির্বাচনে সমসাময়িক অভিনেত্রীদের অনেকের চেয়ে এগিয়ে আছেন ফারিয়া। ফলে দর্শকও তাকে পেয়েছেন নতুনরূপে। এই গ্ল্যামার কন্যা এখন ব্যস্ত আছেন ‘বঙ্গবন্ধু’র বায়োপিক নিয়ে। এ ছাড়াও এ অভিনেত্রীর হাতে জমা পড়েছে কলকাতার দুটি ছবি। এগুলো হলো-‘বিবাহ অভিযান-২’ ও ‘ভয়’। ‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিং শেষে এপ্রিলে কলকাতায় ‘ভয়’র শুটিং করবেন ফারিয়া।
এপ্রিলের মাঝামাঝিতে শুরু হবে তার ‘বিবাহ অভিযান-২’। দুই বছর আগে কলকাতার ‘বিবাহ অভিযান’-এ অভিনয় করেছিলেন অভিনেত্রী। ছবিটির সিক্যুয়ালেও থাকছেন বাংলাদেশি এই নায়িকা। দেশেও অভিনেত্রীর ব্যস্ততা কম নয়। ক’দিন আগেই শেষ করেছেন ‘পাতালপুরী’ সিনেমার শুটিং। আরো আছে ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’ শিরোনামের ছবিগুলো। অভিনেত্রী ওয়েব ফিল্মেও নাম লিখেছেন। ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্মের শুটিংও করছেন তিনি। এতে প্রথমবারের মতো ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে তিনি জুটি বাঁধছেন। ফারিয়া হেসে বলেন, সত্যি বলতে ভালো ছবির অভিযানে নেমেছি আমি! কারণ ভিন্নধর্মী গল্প ও নতুন চরিত্র ছাড়া দর্শকদের দৃষ্টি আকর্ষণ করাটা কঠিন। তাই গতানুগতিক কাজের বাইরেও কাজ করার চেষ্টা করছি বেশি।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *