1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
আমার কাছে প্রথমে গল্পকে 'হিরো' হতে হবে - নীলাঞ্জনা নীলা - Bhorersylhet24

আমার কাছে প্রথমে গল্পকে ‘হিরো’ হতে হবে – নীলাঞ্জনা নীলা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২৩১ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ দিয়েই প্রশংসিত হয়েছিলেন নীলাঞ্জনা নীলা। এরপর প্রায় দুই বছর কেটে গেলেও এই গ্ল্যামারাস অভিনেত্রীকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। গত বছর একটি সিনেমার শুটিং করার কথা থাকলেও করোনার কারণে সেটি সম্ভব হয়নি। নতুন ছবির দেখা মিলবে কবে? নীলা বলেন, সিনেমার প্রস্তুতি চলছে। এ বছরই শুটিং শুরু করবো। সিনেমা নিয়েই আমার যত পরিকল্পনা। এখন হাতে কয়েকটি প্রস্তাব রয়েছে। তবে এখনই নাম বা বিস্তারিত কিছু বলতে চাইছি না। তবে যে সিনেমাটা শুরু করছি সেটার গল্প খুব ভিন্নধর্মী। সিনেমার প্রস্তাবে কোন বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে থাকেন? উত্তরে নীলা বলেন, আমার কাছে সহশিল্পী কখনো প্রাধান্য পায় না। মূলত পরিচালক এবং গল্প এই দুটিই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ আমার কাছে প্রথমে গল্পকে ‘হিরো’ হতে হবে। এরপর গল্পটি পরিচালক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এই বিশ্বাস সেই পরিচালকের উপর থাকতে হবে। এদিকে করোনার কারণে দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি কিছু নাটকে কাজ করেছেন। এ বিষয়ে নীলা বলেন, করোনার মধ্যে কাজ করিনি। এখন তো ভ্যাকসিন চলে এসেছে। তাই দুই-তিনটা নাটকের কাজ করেছি। আর এখন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছি। নাম ‘কেউ থাকে না’। টাঙ্গাইলে শুটিং করছি। পরিচালনা করছেন অনিমেষ আইচ। গুণী শিল্পীরা এখানে আছেন। তাদের কাছ থেকে প্রতিনিয়িত অনেক কিছু শিখছি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে? নীলা বলেন, এ ব্যাপারে এখন কিছু ভাবছি না। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে আসেন নীলা। এরপর থেকেই শোবিজে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *