1. bnn.press@hotmail.co.uk : bhorersylhet24 : ভোরের সিলেট
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনা - Bhorersylhet24

ক্যারিয়ার নিয়ে নতুন পরিকল্পনা

রিপোর্টার নাম
  • প্রকাশিত : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ২৫১ বার ভিউ

বিনোদন প্রতিবেদক : শিশু শিল্পী হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি অগণিত মানুষের মন জয় করেছেন। ২০০৬ সালে প্রথম অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দু’টিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার। সেই ছোট্ট দীঘি এখন একজন পূর্ণাঙ্গ নায়িকা। দীঘির নায়িকা হওয়ার খবর পাওয়ার পর দর্শকদের মধ্যে একটা আগ্রহের জন্ম নেয়। নায়িকা হিসেবে তার অভিনয় কেমন হয় সেটা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। ‘তুমি আছ তুমি নেই’- ছবি দিয়ে অভিষেক হয় তার।
তবে সেই ছবির গল্প ও সংলাপের মান নিয়ে সমালোচনার ঝড় ওঠে নেটমাধ্যমে। নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় দীঘিকে। যার ফলে মানসিক ভাবে খানিকটা ভেঙে পড়লেও এরপর সেসব আর আমলে নেননি দীঘি। সব ভুলে মন দেন কাজে। দীঘি জানান, নিজের ক্যারিয়ার নিয়ে সাজিয়েছেন নতুন পরিকল্পনা। নায়িকা হিসেবে নাম লেখানোর পর অনেক সিনেমা নিয়ে প্রাথমিকভাবে কথা হয়েছে দীঘির। অনুরোধও করছেন কেউ কেউ নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য। কিন্তু অনুরোধের ঢেঁকি আর তিনি গিলতে রাজি নন। নির্মাতা, সহশিল্পী, মানসম্মত গল্প, চরিত্র, পাণ্ডুলিপি সবকিছু পছন্দ হলেই নতুন সিনেমা হাতে নেবেন। এর আগে নয়। এরই মধ্যে মনের মতো না হওয়ায় ছেড়েছেন কয়েকটি সিনেমা। দীঘি বলেন, যেহেতু একবার বিতর্ক হয়েছে, তাই এবার আর কোনো তাড়াহুড়ো করতে চাই না। যতো সময় লাগবে লাগুক। আমি আস্তে আস্তে ভালো কাজটা বেছে করতে চাই। এই মূহূর্তে ৫/৬টা নতুন সিনেমার পাণ্ডুলিপি আমার হাতে রয়েছে। লকডাউনে তেমন কাজ নেই আমার। তাই সেই পাণ্ডুলিপি একে একে পড়ে রাখছি। বলতে পারেন পাণ্ডুলিপি পড়াতেই বেশি সময় দিচ্ছি এখন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবো সিনেমাগুলোর ব্যাপারে।

নিউজ শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *